শুক্রবার, ১৪ মে, ২০২১

সুদানির পুত কাকে বলে জানেন?

সে অনেক অনেক আগের কথা। এক গ্রামে বাস করতো এক রাজা তার ছিলো,,৩ টা পুত্র। এক পুত্র যুদ্ধে গিয়ে মারা গেল। বাকি রইল ২ জন তারা সেই রাজ্যে সুখে শান্তিতেই বসবাস করছিলো। হঠাৎ রাজা মারা যাবার কারণে দুই ভাই ঝগড়া করলো। কে হবে সেই রাজ্যের রাজা তাই নিয়ে। তখন ২ ভাইয়ের ১ ভাই চলে গেল জাপান-আরেক ভাই সুদান সুদান থেকে হঠাৎ ২০ বছর পর তাদের রাজ্যে ফিরে এলো। জাপান থেকে যে ভাই এলো তার ছিল ১ টি কন্যা। আর সুদান থেকে যে আসলো তার ছিলো ১ টি ছেলে। সুদান থেকে যে ভাই এসেছিলো তাকে সবাই সুদানি বলে ডাকা শুরু করলো। সেই হিসেবে রাজার ২য় পুত্রের সুদানি নাম অনুশারে তার ছেলেকে সবাই সুদানির পুত বলে ডাঁকা শুরু করলো। আর এখনো সেই সুদানির পুতের বংশধর রয়ে গেছে। এখান থেকেই সুদানির পুতের বিস্তার ঘটে লেখকঃ মিলন আরেফিন অমি। বিশেষ দ্রষ্টব্যঃ এটা সমপূর্ণ কাল্প
নিক কারো বাস্তবের সাথে মিল নেই।

1 টি মন্তব্য:

I Really love you

Even if she gets divorced after marriage , I am interested in marrying her. I really love She. There is no beauty like her in the world. ...